খুলনায় বিট্রিশ আমলের সীমানা পিলার বিক্রয়কালে আটক তিন 

খুলনার পাইকগাছায় বিট্রিশ আমলের সীমানা পিলার বিক্রয়কালে তিনজনকে আটক করেছে র‍্যাব-৬।

মঙ্গলবার রাতে উপজেলার ১৪১ নং মালথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- সেলিম সরদার (৫০), শামীম গাজী(৩৪), হাবিবুর গাজী(৪০)। সেলিম সরদারের পিতার নাম মৃত আব্বাস আলী, শামীম গাজীর পিতার নাম শের আলী, হাবিবুর গাজীর পিতার নাম হোসেন গাজী। তারা সবাই মালথ গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল উপজেলার ১৪১ নং মালথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলাকা থেকে অভিযুক্ত তিনজনকে আটক করে। এরপর তাদের স্বীকারোক্তি অনুযায়ী স্কুলের পাশে বটগাছের কাছ থেকে একটি পানির ডোবা থেকে পিলার উদ্ধার করা হয়। এই পিলারটি ১৮১৮ সালের বিট্রিশ আমলের।

সীমানা পিলারটি উদ্ধার করে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পাইকগাছা থানায় একটি মামলা করেন র‌্যাব-৬ এর ডিএসি (জেসিও) মো. শফিকুল ইসলাম।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: